প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের পক্ষে বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ-বাহুবল আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। তিনি গতকাল শহরের ঘাটিয়া বাজার, রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি আগামী ৫ জানুয়ারীর নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিককে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, নবীগঞ্জ উপজেলা সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, ছাত্র সমাজ নেতা এম এ মতিন, স্বপন চৌধুরী, জাপা নেতা সৈয়দ কামাল উদ্দিন মানিক প্রমুখ।