রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ উৎসব মুখর পরিবেশে জেলা সদর হবিগঞ্জ সহ ৮ উপজেলার সর্বত্র প্রাথমিক ও জুনিয়র পর্যায়ে পাঠ্যপুস্তক বিতরন করেছে স্ব স্ব বিদ্যালয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বি.কে.জি.সি সরকারী বালিকা বিদ্যালয়, বিয়াম স্কুল, বহুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রাইমারী ও জুনিয়র স্কুল গুলোতে আয়োজন করা হয় বর্নাঢ্য অনুষ্ঠানের। এতে উপস্থিত থেকে বই বিতরন কার্যক্রমে অংশ নেন, হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সফিউল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সামছূল আলম, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গফ্ফার আহমেদ, বিকেজিসির প্রধান শিক্ষিকা আমিনা কাতুন, এডিপিও মাসুদুর রহমান, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, বিয়াম স্কুলের প্রিন্সিপাল সৈয়দা রওশনারা সুলতানা, ইউপি চেয়ারম্যান মিছবাহ উল বারী লিটন প্রমুখ। নতুন বছরের শুরুতে ছ্ত্রাছ্ত্রাীরা নতুন বই হাতে পেয়ে বেজায় খুশী।