প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের এতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সন্ধ্যা ৭টায় আনন্দ নিকেতনের কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি পিন্টু রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর ভট্রাচার্য্য দেবুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা শিশু শিক্ষা একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বনিক, প্রনব চন্দ্র দেব, জাহাঙ্গীর বখত চৌধুরী, জীবেশ গোপ, সৌমেন রায়, জসিম উদ্দিন, বিদুৎ রায়, পৃথ্বিশ চক্রবর্তী প্রমুখ। সভায় ২০১৪-২০১৫ ইং বর্ষের আয় ব্যয় উপস্থাপন ও অনুমোদন হয় এবং ২৬ মার্চ ও ১লা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। সবশেষে সর্বসম্মতিক্রমে ২০১৬-২০১৭ ইং সনের ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়। নব গঠিত কার্যকরী কমিটিতে ৫ বারের মতো সভাপতি প্রনব চন্দ্র দেবকে নির্বাচিত করা হয়। নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ সভাপতি দীপংকর ভট্রাচার্য্য, শেখ আবুল হাসান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কংকন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় দেব, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাজু মিয়া, কোষাধ্যক্ষ জীবেশ গোপ, প্রচার সম্পাদক সঞ্জয় বণিক, সহ প্রচার সম্পাদক সৌমেন রায়, দপ্তর সম্পাদক প্রবীর শীল, নির্বাহী সদস্য তনুজ রায়, কাঞ্চন বণিক, জাহাঙ্গীর বখত চৌধুরী ও পিন্টু রায়। সভায় শেষে সভাপতি আনন্দ নিকেতনের কার্যক্রম আরো গতিশীল করতে সবার প্রতি আহবান জানান।