স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ১৮৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ থেকে থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল থেকেই উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিল। দেয়ালে সাটানো ছিল বিভিন্ন পোস্টার। দিবা শাখায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ২৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আয়োজন থেকে শুরু করে সবকিছুই ছাত্রীদের নিয়ন্ত্রণে ছিল। জীবনের প্রথম ভোট দিতে এসে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ হবে বলে আশা করেন শিক্ষকমন্ডলী।
বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তুলি পাল জানান, সুষ্টু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক নাজমুন নাহার বলেন, এই নির্বাচন শিশুদেরকে প্রকৃত গণতন্ত্রমনা হয়ে উঠতে সহায়তা করবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়্ াউদ্দিন জানান, এই নির্বাচন বড়দের জন্য শিক্ষা হতে পারে। কারন এখানে কোন কারচুপি ও সংঘাত নেই।