মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

নবীগঞ্জে আনন্দঘন পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬
  • ৪৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার নবীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের মন্ত্রী সভা হিসেবে পরিচিত স্টুডেন্ট কেবিনেট নির্বাচন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ছাত্র-ছাত্রী ভোটারদের অংশগ্রহন ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। ভোটারারা ব্যালট পেপার হাতে নিয়ে তাদের স্ব স্ব পছন্দসই প্রার্থীদেরকে ভোট দিতে পেরে আনন্দে আত্মহারা।
নবীগঞ্জ হিরা মিয়া গালস্ হাই স্কুলে অনুষ্ঠিত স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ১৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে প্রায় ১ হাজার ৭৬ জন ছাত্রী ভোটারের মধ্যে ৬ শত ১৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৭ম শ্রেণীর ছাত্রী সামিয়া রহমান প্রমি ১ম, ৮ম শ্রেণীর ছাত্রী ইরিনা জাহান ইমু ২য়, ৯ম শ্রেণীর জারিন তাসনিম রাফা ৩য়, ৬ষ্ট শ্রেণীর মাসুমা চৌধুরী চাদনী ৪র্থ, ১০ম শ্রেণীর উম্মে সায়মা পুস্প ৫ম, ১০ম শ্রেণীর সানজিদা হোসেন ইকরা ৬ম, একই শ্রেণীর নীলা আক্তার ৭ম নির্বাচিত হয়েছে। ছাত্রী নেত্রী এইসব বিজয়ীদের নাম ঘোষনা করেন স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহমেদ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ। এদিকে ছাত্রীরা তাদের বিজয়ী প্রিয় নেত্রীদের পেয়ে অনেকেই অনুভুতি প্রকাশ করে বলেন, আমরা জীবনের প্রথম বারের মতো ভোট প্রদান করতে পেরে যেমন খুশী, তেমনি তারাও আমাদের সকল সমস্যা সমাধানে আন্তরিক হবেন।
হিরা মিয়া গালস্ স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৫টি বুথে নির্বাচন কমিশনার, সহকারী প্রিজাইটিং অফিসার, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মরিয়ম আজাদ, জান্নাতুল আজাদ মুক্তা, সাদিয়া আক্তার গীতি, রাজুশ্রী ভাট্রাচার্য্য, সুরেয়া আক্তার তাসনিমা, প্রিয়াংকা দাশ জইতা, সংঘ মিত্রা দাশ পুজা, সাজিয়া ফারজানা, পুন্নী রানী দেব, আয়শা আক্তার সাদিয়া, নাজমিন সুলতানা প্রীতি, সুর্বনা চৌধুরী, সুইটি আক্তার, তাসনিমা তাবাস্সুম মাইশা ও জোনাকী আক্তার।
অপর দিকে, নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জে,কে মডেল উচ্চ বিদ্যালয়ে গতকাল সোমবার মাধ্যমিক বিদ্যালয় ষ্টুডেন্ট কেবিনেট ২০১৬ সম্পন্ন হয়েছে। সকালে বৈরী আবহাওয়া থাকার কারনে কাংখিত ভোটার উপস্থিতি না হলে সুন্দর ও সুষ্টুভাবে সকাল ৯ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত ভোট চলে। মোট ১ হাজার ৩৮৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৫৩১ জন ভোট প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করেন। ৭টি পদে ১৮ জন ছাত্র-ছাত্রী নির্বাচনে  অংশ নেয়। নির্বাচিতরা হলেন, রাজন চন্দ্র দাশ (১০ম শ্রেনী) ৪০৭ ভোট, আব্দুল হাদি ইমন (১০ম শ্রেনী) ২২৭ ভোট, রূবেল মিয়া (৯ম শ্রেনী) ৪১০ ভোট, কাওছার মিয়া (৮ম শ্রেনী) ৩৯৩ ভোট, তায়েফ চৌধুরী (৭ম) ২৮৮ ভোট, সুহেল মিয়া (৭ম) ২৬৬ ভোট, রূহিত রায় (৬ষ্ট শ্রেনী) ২০০ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে অন্যান্য প্রতিদ্বন্দ্বিরা হলেন, জোনাকি দাশ জুই (১০ম শ্রেনী) ১১৭ ভোট, বাক্য কুমারী স্বর্না (১০ম শ্রেনী) ২২৭ ভোট, ছালেক মিয়া (৯ম শ্রেনী) ১০২ ভোট, মোশারফ আহমদ (৮ম শ্রেনী) ১৯২ ভোট, সুষ্মিতা চক্রবর্তী (৬ষ্ট শ্রেনী) ১৪৪ ভোট, ইফতিশাম চৌধুরী নাবিল (৬ষ্ট শ্রেনী) ১৭৭ ভোট, নৌশি আক্তার (৬ষ্ট শ্রেনী) ৯৪ ভোট, রবিন মিয়া (৬ষ্ট শ্রেনী) ১০১ ভোট, ফারহানা আক্তার ফাইজা (৬ষ্ট শ্রেনী) ৫৮ ভোট, শিবলী আক্তার মেঘনা (৬ষ্ট শ্রেনী) ৪১ ভোট, ইব্রাহিম মিয়া (৬ষ্ট শ্রেনী) ৯২ ভোট। ১০ শ্রেনীতে আব্দুল হাদি ও বাক্য কুমারী স্বর্না ২২৭ ভোট পেলে লটারীর মাধ্যমে আব্দুল হাদি প্রতিনিধি নির্বাচিত হন। নির্বাচন চলাকালীন সময়ে অতিথি হিসাবে পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা নজরুল ইসলাম, প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। এ সময় নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক সলিল বরন দাশ, শিক্ষক অজয় চন্দ্র ধরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com