এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামের নিকট খোয়াই নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গতকাল মধ্যরাতে সংঘর্ষে ৩মাসের শিশু কন্যা প্রমি আক্তার নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ৩০ জন। এ সময় ৪/৫টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতে অভিযান চালিয়ে সহেদা খাতুন (৪০)কে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খোয়াই নদীর বালু উত্তোলন নিয়ে নোয়াবাদ গ্রামের মস্তুর আলী, কাদির মিয়া সহ অন্যান্যদের সাথে লীজ গ্রহীতা মুছা আহমেদ রাজু, সাব্বির আহমেদ রনি সহ ছাত্রলীগ কর্মীদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাদের সাথে লীজ পার্টনার হিসেবে রয়েছেন নোয়াবাদ গ্রামের আম্বর আলী। এদিকে সংঘর্ষের ঘটনায় রাজু বাদী হয়ে এলাকার ১৮জনকে আসামী করে মামলা দায়ের করে। সংঘর্ষ ও মামলার কারণে আম্বর আলীর প্রতি ক্ষিপ্ত হয়ে হয়ে উঠে এলাকার লোকজন। আম্বর আলী জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে একদল লোক আম্বর আলী ও তার ভাই আমজাদ আলীর বাড়ি হামলা চালায়। এ সময় হামলাকারীরা মারধর সহ তাদের ঘর ভাংচুর ও লুটপাট করে। হামলাকালে আম্বর আলীর ৩ মাসের শিশু কন্যা প্রমি আক্তার ঘটনাস্থলেই মারা যায়। এদিকে হামলার ঘটনায় আম্বর আলীর পক্ষের লোকজনের সাথে হামলাকারীদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও রাতের আধারে সংঘর্ষ চলায় পুলিশ নিরাপদ দুরত্বে অবস্থান নেয়। সংঘর্ষ চলাকালে শিশু মারা যাবার ঘটনা প্রচার হলে প্রতিপক্ষের লোকজন পিছু হঠতে থাকে। এক পর্যায়ে পুলিশ ৫রাউন্ড ফাকা গুলি ছুড়লে সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ফলে প্রায় ৪ ঘন্টা পর রাত সাড়ে ১২ টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রনে আসে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। তবে পুলিশী গ্রেফতার এড়াতে কেউ হাসপাতালে চিকিৎসা নিতে আসেনি। এদিকে স্থানীয় লোকজন শিশু প্রমিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা আমজাদ আলী হাসপাতালে সাংবাদিকেদের জানান, একই গ্রামের মস্তর আলী, কাদির, রাসেল, বাবর আলী, সুহেল, ফটিক সহ সঙ্গীরা রাত সাড়ে ৮ টার দিকে তিনি ও তার ভাই আম্বর আলীর বাড়ি ঘরে হামলা চালায়। হামলাকারীরা তাদের ঘর ভাংচুর, লুটপাট করে। এ সময় আম্বর আলীর ৩ মাসের মেয়ে প্রমি আক্তার মারা যায়।
হত্যাকান্ডের পর পরই প্রতিপক্ষের লোকজন আত্মগোপন করেছে। ঘটনার পর থেকে পুলিশ নোয়াবাদ অবস্থান করছে।