স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন পৌরসভার স্বার্থে পৌরপরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। তিনি গতকাল রবিবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, আমরা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করতে চাই। আর তাই সবাইকে যার যার অবস্থানে থেকে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন শহরের যানজট নিরসনে কিছুদিনের মধ্যে অবৈধ টমটম, রিক্সাসহ অন্যান্য যানবাহন চলাচলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও তিনি শহরের পানি নিস্কাশন, ড্রেন পরিস্কার, মশক নিধন, পানি সরবরাহ ও বিদ্যুতসহ সকল নাগরিক সেবা কার্যক্রম জোরদারে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এমপি আবু জাহির বলেন, শহরকে বাসযোগ্য করতে বিল্ডিং কোড মেনে স্থাপনা নির্মানের বিকল্প নেই। তিনি বলেন অনেকের মধ্যে বিল্ডিং কোড অমান্য করে রাস্তার জন্য জায়গা অবমুক্ত না রাখার প্রবনতা রয়েছে। রাস্তার জন্য জায়গা ছেড়ে না দিলে ওই এলাকার জনগনের জন্য বসবাস কঠিন হয়ে যাবে। তাই এ ব্যাপারে নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি পৌর প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পত্র অনুযায়ী প্যানেল মেয়র-১ দিলীপ দাস হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, মোঃ আব্দুল আওয়াল মজনু, মোঃ আলমগীর, মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল ও অর্পনা বালা পাল, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাসসহ পৌরসভার কমকর্তা-কর্মচারীবৃন্দ। পরে এডঃ মোঃ আবু জাহির এমপি পৌরকর্মকর্তা-কর্মচারীদের প্রতি দিকনিদের্শনামূলক বক্তব্য রাখেন। এ সময় পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছকে সাময়িকভাবে বরখাস্ত ও প্যানেল মেয়র-১ দীলিপ দাসকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়।