স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক সভার উপ-কমিটিতে মুক্তিযোদ্ধা প্রতিনিধির নাম অর্ন্তভূক্ত না করায় স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকার সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তৈয়বুর রহমান খান বাচ্ছু জানান, উপ-কমিটিতে দু’একজন সমাজের অসচেতন লোকের নাম অর্ন্তভূক্ত করা হলেও আমাদেরকে কোন প্রকার আমন্ত্রনপত্র দেয়া হয়নি। যে কারনে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, প্রশাসন কর্তৃক গঠিত উপ-কমিটিতে জামায়াত পন্থি জনৈক এক ব্যক্তির নাম রয়েছে। অথচ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যারা দেশ মাতৃকা স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তাদের মধ্যে থেকে কারও নাম উপ-কমিটিতে রাখা হয়নি। এজন্য মুক্তিযোদ্ধারা উক্ত দিবসে অংশগ্রহন করেননি বলে জানা যায়।