প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্রদলের ৩৫তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুলের নেতৃত্বে র্যালীটি শহর প্রদক্ষিণ করে আরডি হলের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুলের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আব্দুল মালেকের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য গাজী খান আফজল, আফরোজ মিয়া, কাজী শামছুল হক শিমুল, জিয়াউর রহমান আলমগীর, জনি পারভেজ জনি, শাহনুর চৌধুরী সোহান, সৈয়দ লিঠন, শেখ মিজান, মকসুদ আলী, এমদাদুল হক চৌধুরী লিটন, ইফতেখার রহমান এমরান, নুরে আলম, কামাল, মাহমুদ, আলী আহমেদ, সোরান চৌধুরী, বৃন্দবান কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, পৌর ছাত্রদল নেতা মিজানুল আলম, ছাত্রদল নেতা লেলিনুজ্জামান লেলিন, গোলাম মস্তফা, আব্দুল লতিফ, মহিতুল হক সুজন, মীর হাবিব, রাশিদুর রহমান রাশেদ, সাইদুল হক রুবেল, নজরুল ইসলাম, অধীর গোপ, সুজন রায়, শেখ আজিজ, সাইদুর রহমান, এমাদদুল হক হিরু, সৈয়দ মাহমুদ, সিরাজুল হক লিটন, সোহাগ চৌধুরী, হাসানুল হক সৈরভ, জনি, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শিমুল মিয়া, মেরাজ মিয়া, আমিনুল হক আমিন প্রমুখ।
সামাবেশে আমিনুল ইসলাম বাবুল বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে অবরুদ্ধ থেকে মুক্ত ও বাড়ীর সামন থেকে পুলিশ প্রত্যাহারের দাবী জানান। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন।