শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

ফুলতলী বাজারে শফিকুল ইসলাম সেলিমের সমর্থনে আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ২০ মার্চ, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম সেলিমের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৭টায় ঢাকা-সিলেট মহা সড়কের ফুলতলী বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা তোয়াব উল্লাহ। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রুহেল আহমদের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, উপজেলা আওয়ামীলীগ নেতা সাবের আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল বশির, উপজেলা যুবলীগের সদস্য জমসেদ আলী মেম্বার, অনু আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন দেব, আওয়ামীলীগ নেতা আব্দুল বশির, আব্দুল আহাদ, ব্যবসায়ী আনোয়ার মিয়া, মুস্তফা মিয়া, হারুন মিয়া, সঞ্জু শীল, আব্দুর রহিম, দুলাল মিয়া, ধন মিয়া, দুলাই মিয়া, রাবাজ মিয়া, ফুল মিয়া, ছাত্রলীগ নেতা মুফাজ্জল হোসেন রাজু, শাহীনুর রহমান টিপু, ইমরান আহমদ, রানা মিয়া, জাহাঙ্গির আলম, সজলু মিয়া, তফিল উদ্দিন, কাজল মিয়া সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যে ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়েছে। এতে যুবলীগের কোন প্রার্থী নেই। তাই তিনি অবশিষ্ট ৭টি ইউনিয়নে প্রার্থী বাছাইয়ে যুবলীগের কমপক্ষে ৩জন প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি দাবী জানান। তিনি ১১নং গজনাইপুর ইউনিয়নে আওয়ামীলীগের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম সেলিমকে মনোনয়ন দেয়ার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com