স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে এবার এক ব্যবসায়ীকে খুজে পাওয়া যাচ্ছেনা। বাহুবল উপজেলা সদর ইউনিয়নের নন্দনপুর বাজারের ব্যবসায়ী ফেরদৌস আহমদ গত ১৩ মার্চ রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বের হওয়ার পর থেকে তার আর খোজ পাওয়া যাচ্ছেনা। নিখোজের ৬ দিন অতিবাহিত হলেও ব্যবসায়ী ফেরদৌস আহমেদের সন্ধ্যান না মেলায় গতকাল তার পিতা ফারুক আহমেদ এ ব্যপারে বাহুবল মডেল থানায় একটি জিডি করেছেন। (জিডি নং -১২৩৭। তাং- ১৯.৩.২০১৬) জিডি দায়ের করার পর পরই পুলিশ নিখোজ ব্যবসায়ী ফারুক আহমেদের দোকানের কর্মচারী মাধবপুর উপজেলার মজপুর গ্রামের রেনু মিয়ার পুত্র শফিক মিয়া ও নন্দনপুর বাজারের এক মোবাইল ব্যবসায়ীকে সন্দেহজনকভাবে আটক করে। পরে ৫নং লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান টেনুর জিম্মায় আটককৃতদের ছেড়ে দেয়া হয়। জিডিতে তার পিতা উল্লেখ করেন, গত ১৩ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বাহুবল উপজেলার চন্দনিয়া গ্রামের বাসিন্দা ও নন্দনপুর বাজারের শেখ এন্টারপ্রাইজের মালিক ফেরদৌস আহমেদ দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় তিনি দোকানের ম্যানেজার হারুন মিয়া ও কর্মচারী শফিক মিয়াকে বাড়িতে যাচ্ছেন বলে জানান। এ দিকে চার শিশু হত্যাকান্ডের পর এবার ব্যবসায়ী নিখোজের ঘটনায় বাহুবলের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এ ঘটনার পর নিখোজ ব্যবসায়ীর পিতা ফারুক আহমেদ পুত্র শোকে কাতর হয়ে পড়েছেন।