স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ছোট সাকুয়া ভুমিহীন পাড়া ও বেগমপুর গ্রামে পৃথকভাবে অনুষ্ঠিত ভক্তিমূলক গানের অনুষ্ঠান থেকে ৯ বাউল শিল্পী, সাউন্ড সিষ্টেম’র মালিকসহ যন্ত্রপাতি আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানঁ’র নেতৃত্বে একদল পুলিশ উক্ত অনুষ্ঠানে হানা দিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। গভীর রাত থেকে গতকাল শুক্রবার দিন ব্যাপী তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিতে নানা শ্রেণী পেশার মানুষের দৌড়ঝাপ লক্ষ্য করা গেছে। অবশেষে বেলা আড়াইটার দিকে মুছলেখা রেখে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। এদিকে বাউল শিল্পীদের আটকের ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনের দাবী ভক্তিমূলক অনুষ্ঠানে হানা দিয়ে পুলিশ অহেতুক হয়রানী করার জন্য এদেরকে আটক করেছে। পুলিশের দাবী অনষ্ঠানে অশ্লীল নৃত্য ও এর নাম করে জুয়া খেলার পরিকল্পনার খবর পেয়ে অনুষ্ঠানটি ভন্ডুল করা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে। পরে এলাকার লোকজনের অনুরোধে মুছলেখা রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। আটককৃত শিল্পীদের মধ্যে ছিল বাউল শিল্পী শিউলী রানী, ঝুমা সরকার, ইতিশা, পারভীন, কাগাপাশার জনৈকা শিল্পী, কুর্শির ক্ষুদে শিল্পীসহ ৯ জন। এবং সাউন্ড সিষ্টেমের আব্দুল হামিদ।