স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী শংকর পাল বলেছেন, জাতীয় পার্টির নিশ্চিত বিজয় টেকাতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এ বিজয় ধরে রাখতে সকল মতপার্থক্য ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ৫ জানুয়ারী প্রতিটি ভোট সেন্টারে অতন্ত্র প্রহড়ীর ন্যায় থাকতে হবে। তিনি সরকারের সকল অনিয়মের জবাব দিতে ও পল্লীবন্ধু এরশাদকে মুক্ত করতে দলমত নির্বিশেষে সকলের কাছে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন। তিনি গতকাল বানিয়াচঙ্গ উপজেলার বিভিন্ন স্থানে গনসংযোগ শেষে আদর্শ বাজারে একপথ সভায় প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা জাপা সভাপতি আব্দুল মুকিত লস্করের সভাপতিত্বে এবং মাহমুদ হাসানের পরিচালনায় সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ বাবুল, দুধু মিয়া, মখছুদুজ্জামান খাঁন, লন্ডন প্রবাসী জাপা নেতা আব্দুস সালাম, গৌরাঙ্গ সরকার, সাজের্›ট অব আয়দার আলী, আঙ্গুর মিয়া প্রমুখ।