নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় পার্টির ২৮তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে গত বুধবার নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা ষবা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার ও ছাত্রসমাজের সাধারন স্বপন চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। অনুষ্টানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন যুবনেতা কাজী জাহান নুর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর। বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, হাজী জমশেদ আলী, হাজী আব্দুর জব্বার, জয়নাল আবেদীন খান, অলিদুর রহমান অলিদ, সাধারন সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), নাসির চৌধুরী, মুজাহিদুল ইসলাম শাহিন, আব্দুল হান্নান চৌধুরী, মির্জা হুসাইন আহমদ হামজা, আব্দুল হাই, আহমদ রেজা, ফরহাদ ফুল, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল আজাদ, কৃষক পার্টির সাধারন সম্পাদক মাষ্টার শেখ মশির রাইয়ান, জাপা নেতা আবু ইউসুফ, শেখ শহিদ উদ্দিন, সাজ্জাদুর রহমান চৌধুরী, আব্দুস শহীদ চৌধুরী, ইজাজ মিয়া প্রমূখ।
অপর দিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাহুবল উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফি আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ১০ম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।