স্টাফ রিপোর্টার ॥ সৎ মায়ের দায়ের কুপে অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন জাবেদ আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জাবেদের পিতা এডঃ আব্দুস শহীদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শহরের কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা এডঃ আব্দুস শহীদ এর প্রথম স্ত্রী মারা যাবার পর শায়েস্তাগঞ্জ এলাকার বিধবা মোছাম্মদ আইনুন্নেছাকে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকে আইনুন্নেছা তার প্রথম স্বামীর ঔরষজাত পুত্র মাদকসেবী ইব্রাহিম মিয়াকে নিয়ে এডঃ আব্দুস শহীদের বাসায় বসবাস করছেন। এদিকে বাবার বিয়ের পর থেকে আব্দুস শহীদের পুত্র-কন্যারা নিজ বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ও তার পুত্রের নানামুখী চাপে নিরাপত্তাহীনতায় ভূগছিলেন আব্দুস শহীদ। তিনি তার পুত্রদের কাছে নেয়ার উদ্যোগ নেন। গতকাল সন্ধ্যার পর তার পুত্র সাইফু উদ্দিন জাবেদ বাবার অসুস্থতার খবর পেয়ে বাসায় দেখতে যান। এ সময় পিতা-পুত্র সাংসারিক বিষয় নিয়ে কথা বলছিলেন। এক পর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার সৎ মা আইনুন্নেছা তার দা দিয়ে জাবেদের মাথা লক্ষ্য করে কুপ দেন। এসময় জাবেদ হাত দিয়ে আটকাতে গিয়ে ডান হাতের কব্জি কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতে জাবেদের পিতা আব্দুস শহীদ বাদি হয়ে দ্বিতীয় স্ত্রী ও তার পুত্র ইব্রাহীমের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।