নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদর চৌধুরীপাড়া ব্র্যাক আইডিপি আয়োজিত ব্র্যাক প্রাথমিক স্কুলের শিক্ষিকাদের ৩ দিনের রিফ্রেশার্স ট্রেনিং সমাপনি উপলক্ষে গতকাল বিকালে অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী সৈয়দ তোফায়েল হোসেন। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ব্র্যাক আইডিপি পিও মোঃ আসাদুজ্জামান এর পরিচালনায় শিক্ষা ক্ষেত্রে গ্রামীণ জনপদে ব্র্যাক শিক্ষা কার্যক্রম এর অগ্রগতির ব্যাখ্যা করেন পিও আবুল কালাম আজাদ। প্রশিক্ষণ পূর্বাপর প্রশিক্ষণার্থী শিক্ষিকাদের লব্ধ অভিজ্ঞতা ব্যক্ত করেন শিক্ষিকা মোছাম্মৎ রোহেনা আক্তার, নাছরিন আক্তার, মোছাম্মৎ খায়রুন্নেছা, বিভা রাণী দাশ, পিংকি রাণী দাশ, দিপ্তী রাণী দাশ, সামসিয়া খানম, তাসলিমা আক্তার, শেলী চৌধুরী, জাহিমা আক্তার, জুলেখা আক্তার জুই, রুবিনা আক্তার, ফেন্সী খানম, সাবিনা আক্তার, জুলেখা খাতুন, শিপা আক্তার, রিনী আক্তার, স্বপ্না আক্তার, ছাবিনা আক্তার, রাজনা আক্তার, বুশরা আক্তার, মোছাম্মৎ স্বপ্না আক্তার প্রমুখ।