প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। গতকাল মঙ্গলবার বিকালে দলের কার্যালয় থেকে মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা মাঠ প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক জি কে ঝলকের সভাপতিত্বে ও কৌশিক হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ছাত্রদল নেতা রুমেল খান চৌধুরী, এইচআর হাফিজ, আল আমিন, দেবাশিষ রায়, জুয়েল আহমেদ, কামাল আহমেদ, জাবেদ আহমেদ, ইমরান আহমেদ, তানভীর আহমেদ, রায়হান, রুয়েল, তানজিম, শুভ, সিফাত, আকাশ, প্রান্ত, আবির, রাজু, শাকিল, আলিমুল, টুটুল, রামিম, দেলোয়ার, রনি, রায়হান, ফাহিম, শাহরিয়ার, তমাল, রাজিব প্রমুখ।
বক্তারা, অবিলম্বে মেয়র জি কে গউছকে মুক্তি দিতে সরকারের প্রতি দাবী জানান।