রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রাম থেকে নন্দিতা দেবী (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোররাতে থানার এস.আই দয়াল ভৌমিক স্বামীর মৃনাল দেবের খালি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। এ সময় নন্দিতা দেবীর স্বামী মৃনাল চন্দ্র দেব তার মা, ভাই ও ভাবিসহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সরাইল উপজেলার কালিগচ্ছ এলাকার মুক্তি ভূষন নন্দীর মেয়ে নন্দিতা দেবীকে প্রায় ২ বছর আগে বিয়ে দেয় নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে ব্যবসায়ী মৃনাল কান্তি দেবের কাছে। নন্দিতা গর্ভবতী হয়ে পড়লে প্রায় ২ মাস আগে বাবার বাড়ী চলে যায় এবং ৩দিন আগে ২ মাস বয়সের মেয়েকে নিয়ে স্বামীর বাড়ীতে আসেন। রবিবার রাতে নন্দিতার রহস্যজনক মৃত্যু হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল্লা মুনির হোসেন জানান, মহিলার গলায় কালো দাগ রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।