স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে যাত্রীবাহি বাস চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহাসড়কের উভয় দিকে প্রায় ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। গত রবিবার রাতে ফুলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা ফুলতলী বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, নিহত মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।