প্রেস বিজ্ঞপ্তি ॥ সামছুন্নাহার দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওঃ মুফতি মুহসিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামবাড়ী টাইটেল মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামিয়া মাদানীয়া হলদারপুর মাদরাসার মুহতামিম মাওঃ আঃ শহিদ, বেফাক হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নিয়াজুর রহমান নিজাম, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সেক্রেটারী মুফাচ্ছির রায়হান মুফতি, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, মাদ্রাসার নাজিম হাফেজ মাওঃ মোশাহিদ আহমদ। সভায় বক্তাগণ বলেন, সমাজের অর্ধেক হল নারী। নারী জাতিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে দেশে নারী নির্যাতন, যৌতুক, নারী পুরুষ বৈষম্য দুর হয়ে যাবে। পরিশেষে দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয়।