শাহজিবাজার (মাধবপুর) প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইনিয়নের সুন্দরপুর গ্রামে পুকুর দখল নিয়ে সংঘর্ষে মহিলা সহ ১৪ জন আহত হয়েছে।
জানা যায়, একটি পুকুর নিয়ে ওই গ্রামের মাসুক মিয়া ও আতাউর রহমানের পক্ষে লোকজনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহতরা হচ্ছ- মোঃ আবদুল রহমান (৪০), ইদ্রিছ মিয়া (৪৫), মুছন মিয়া (৪৬), আসিক মিয়া (২৫), তাহেরা বেগম (২০), হাজেরা, পারুল বেগম (৪০), মোঃ নূর হক (৪২), উমরাজ বেগম (৩৫), মতিউর (১৩), রেহানা বেগম (২৮), জহির মিয়া (২৭), রূবেল মিয়ি (২৮), আফিয়া বেগম (৪০)। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।