চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পড়াঝার গ্রামে গাউছিয়া সুন্নীয়া আফছার তালুকদার হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার বিকালে স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাষ্টার মোজাদ্দেদ তরফদারের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুল আলম তালুকদার (ভিপি মানিক), মোঃ ইদ্রিছ আলী আলতা মিয়া, মোঃ আব্দুছ ছামাদ মাষ্টার, সাংবাদিক এস.এম সুলতান খান, ডাঃ সিরাজুল ইসলাম, মিজানুর রহমান সোহাগ, মোঃ আইয়ূব আলী, মোঃ মানিক মিয়া মেম্বার, ব্যবসায়ী মোঃ মানিক মিয়া, মোঃ মামুনুর রশীদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা তথা এলাকার উন্নয়নের আশ্বাস দেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসা তথা এলাকার উন্নয়নে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।