এম এ আই সজিব ॥ লাখাই উপজেলার সিংহগ্রামে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ একই পরিবারের ৫জন আহত হয়েছে। গত শনিবার গভীররাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, মৃত তারা মিয়ার পুত্র হাস ও বাশ ব্যবসায়ী কাছম আলী (৫০) এর বাড়িতে গতকাল গভীর রাতে দরজা ভেঙ্গে ১০ থেকে ১৫ জনের একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতরা পরিবারের লোকজনের হাত পা বেঁেধ লুটপাট শুরু করে। এ সময় ডাকাতদের বাঁধা দিলে ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ক্ষতবিক্ষত করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহতদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কাছম আলী (৫০), ফাতেমা বেগম (৪৫), মমিনা বেগম (২৫) ও রেশমা আক্তার (৫০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে লাখাই থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, বিষয়টি শুনেছি, ডাকাতদের ধরতে অভিযান চলছে।