স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ রাজনৈতিক অস্থিরতার সুযোগে বাল্লা সীমান্তে বেপরোয়া হয়ে উঠছে মাদক চোরাচালান। চিহ্নিত চোরাব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে মাদক পাচার করছে। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন মাদকের চালান আটকাতে পারছেনা। নারকটিক্স বিভাগ নিরব। সীমান্তের ২শতাধিক মাদক চোরাকারবারী রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে দেদারচে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। সীমান্তের টেকেরঘাট, গোবরখলা, ফাটাবিল, গাজীপুর, বিলপাড়, পাক্কাবাড়ী, টিলাবাড়ী, বড়ক্ষের, রেমা, বাসুল্লা, সাদ্দাম বাজার, ইকরতলী, চিমটিবিলখাস গ্রামসহ ২৫টি গ্রামের চিহ্নিত চোরাব্যবসায়ী মাদকের ব্যবসায় সর্বশক্তি নিয়োগ দিয়েছে। সীমান্তরক্ষী বিজিবি, পুলিশ ওই মাদক ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেনা। এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছেন না। এলাকাবাসি জানান, জানমাল নিরাপত্তার কথা বিবেচনা করে কেউ প্রতিবাদ করতেও পারছেন না। মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আসামপাড়া বাজার কমিটির সেক্রেটারী আঃ মালেক লাঞ্ছিত হয়েছেন। তিনি এখন নিরব। মাদক দ্রব্য নিয়ন্ত্রনে পুলিশ, বিজিবি’র কোন তৎপরতা নেই। রাজনৈতিক নেতারা এ বিষয়ে কোন কথা বলছেন না। বিজিবি জোয়ানরা মাঝে মধ্যে কিছু মাদক আটক করছেন তবে ধৃত মালামালের বিরাট অংশ গোপনে ছেড়ে দেয়া হচ্ছে। ২৭ ডিসেম্বর সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী হুমায়ুনের ১৭০ বোতল ফেনসিডিল আটক করার পর ১শ বোতল ফেনসিডিল ছেড়ে দেয়া হয়। সীমান্তের ৫টি পয়েন্টসহ ছোটবড় ২০টি পয়েন্ট দিয়ে মাদকের চালান ঢুকছে দেশে। চোরাচালানীরা বলছে, আইন প্রয়োগকারী সংস্থাকে ম্যানেজ করে তারা ব্যবসা করছে। স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ীদের প্রকাশ্য মহড়ার কারনে তারা আতংকগ্রস্থ। এদিকে বাল্লা বিজিবি’র নায়েক জামাল বলেছেন, মাদক ব্যবসা নিয়ন্ত্রনে বিজিবি আপ্রাণ চেষ্টা করছেন।