প্রেস বিজ্ঞপ্তি ॥ কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও কোম্পানীর প্রসার ঘটানোর লক্ষে হবিগঞ্জে মেঘনা লাইফ ইন্সুরেন্স এর বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলে এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
লোকবীমা ডিভিশন সিলেট অঞ্চল এর উদ্যোগে আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথি ছিলেন মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এফসিএ। লোকবীমা ডিভিশন হবিগঞ্জের কো-অর্ডিনেটর মোঃ জাহির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এন সি রুদ্র ও জেনারেল ম্যানেজার আব্দুল কাদের। বক্তব্য রাখেন, মোঃ শাহ জাহান, নাজমুল হোসেন চৌধুরী, কাজী রুকন উদ্দিন ও হীরেন্দ্র লাল গোপাল।
প্রধান অতিথির বক্তব্যে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এফসিএ বলেন, মেঘনা লাইফ ইন্সুরেন্স উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের বাইরে সাধারণ জনগণের জন্য লোকবীমা চালু করেছে। এর মাধ্যমে জনগনকে সেবা দেয়ার পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। পাশাপাশি দেশের অর্থনীতির গতিশীলতাও বৃদ্ধি পাচ্ছে।
প্রসঙ্গত, হবিগঞ্জে ১৯৯৮ সালে চালু হওয়ার পর লোকবীমা এখন পর্যন্ত মেয়াদ পুর্তিতে ২ কোটি ৩০ লাখ টাকা গ্রাহকদের ফিরিয়ে দিয়েছে। মৃত্যুদাবী হিসাবে পরিশোধ করেছে ১৬ লাখ টাকা। হবিগঞ্জে কর্মকর্তাসহ ৪৯০ জন বীমা কর্মী কাজ করছেন।