বাহুবল প্রতিািনধি ॥ বাহুবল উপজেলা যুবসংহতি নেতা রফিকুল ইসলামের কুপিয়ে টুকরো টুকরো করে হত্যার রহস্য ১৩ দিনেও উদঘাটন হয়নি। দু’দফা রিমান্ড শেষ করে অভিযুক্ত জাহির ও কালামকে কারাগারে প্রেরণ কেরা হয়েছে।
২৮ ফেব্র“য়ারি ভোর রাতে উপজেলার মিরপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি পশ্চিম জয়পুর গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩২)কে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যা করে পার্শ¦বর্তী রেল লাইনে লাশ ফেলে দেয় খুনিরা। পর দিন অনেক খুজাখুজির পর খবর পেয়ে রেললাইন থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাশের ঘরের আব্দুল জাহির ও তার ভাই আবুল কালামকে গ্রেফতার করে পুলিশ।