প্রেস বিজ্ঞপ্তি ॥ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি কাউন্সিলর এটিএম সালামকে বহিস্কার করা হয়েছে। গতকাল শুক্রবার হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ ও সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি কাউন্সিলর এটিএম সালাম সাম্প্রতিককালে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। বার বার সতর্ক করার পরও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছেন। তাই দলের বৃহত্তর স্বার্থে এটিএম সালামকে নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়।