প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের সভপতি এটিএম সালাম দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সংবাদ পত্রে প্রদত্ত বিবৃতিতে নবীগঞ্জ উপজেলা যুবদলের বর্তমান সভাপতি এটিএম সালাম বলেন, ১৯৮৯ইং সন থেকে ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে সুদীর্ঘ ২৭টি বছর যাবৎ পর্যায়ক্রমে যুবদল পৌর শাখার সভাপতি, জেলা যুবদলের সহ সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদকসহ গুরুত্ব পূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে তৃর্ণমুল পর্যায়ে দলকে সুসংগঠিত করেছি। ২০১০ সালে নির্বাচনের মাধ্যমে তিনি উপজেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন। এছাড়াও নবীগঞ্জ উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্বরত রয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নবীগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের কর্তৃক লাঞ্ছনা, বঞ্চনা ও বৈষ্যমের শিকার হতে হয়েছে। তাদের ব্যর্থ নেতৃত্ব ও দলের আদর্শের পরিপন্থি কাজের প্রতিবাদ করার কারনে অনেকবার কোনঠাসা মুখোমূখির সম্পুখীন হতে হয়েছে। আদর্শ ও নৈতিকতা ভুলে গিয়ে যে দল বা দলের নেতারা কাজ করে ওই দলে থাকা একজন আদর্শবান রাজনৈতিক কর্মী হিসেবে সম্ভব নয় বলে মনে করি। এ অবস্থায় তিনি স্বেচ্ছায় উপজেলা যুবদল ও উপজেলা বিএনপির সকল দায়িত্বরত পদ থেকে পদত্যাগ করেন।