প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামীলীগের কব্রেনটি শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি অনর উদ্দীন চৌধুরী (জাহিদ) গতকাল শুক্রবার বিকেলে দলীয় মনোনয়ন ফরম উপজেলা দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান (মুকুল) ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর নিকট তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারাণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা আওয়ামীলীগ নেতা আঃ কাদির, ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ নূর মিয়া, সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, আওয়ামীলীগ নেতা সৈয়দ মদচ্ছির আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী, ইউপি আওয়ামীলীগ নেতা মোতাব্বির হুসেন সরদার, মোঃ বসর মিয়া তালুকদার, আঃ মজিদ, দিনাই বাবুল, হরিপদ দাস, মোস্তাহিদ মিয়া, পৌর যুবলীগ সদস্য দেওয়ান জাবেদ আহমেদ, পৌর যুবলীগের সদস্য তালুকদার সিরাজুল ইসলাম জাহেদ, নাসির উদ্দিন চৌধুরী, কৃষকলীগ নেতা নজরুল আমিন, যুবলীগ নেতা নজির মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনর উদ্দিন চৌধুরী জাহিদ বলেন, দল তাকে মনোনয়ন দিলে কুর্শি ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে জনগনের সুখে দুঃখে কাধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন। তিনি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেন।