স্টাফ রিপোর্টার ॥ আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচিত করুন। আর এ সিদ্ধানের বাইরে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। গতকাল শুক্রবার বানিয়াচং উপজেলার বিথঙ্গল পুলিশ ফাড়িতে নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে আয়োজিত জনসভায় এমপি মজিদ খান এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযুষ সূত্রধরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য চৌধুরী, মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, ফজলুর রহমান খান প্রমূখ। উক্ত ভবনটির নির্মাণ ব্যয় হবে ১ কোটি ১৭ লাখ টাকা।