প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ৬নং কুর্শি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবু ইউসুফ গতকাল বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ীমীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোজাহিদ আহমেদ সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় কুর্শি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, উলামালীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।