মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলা সদরে বুধবার বিকালে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ফয়সল মিয়া (৩৫) নামে এক রাজমেস্ত্রী নিহত হয়েছে। নিহত ফয়সল পৌরসভার ৫নং ওয়ার্ডের গুমুটিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মাধবপুর পৌরসভার ষ্টেডিয়াম এলাকায় জনৈক ঠিকাদারের নিমার্ণ কাজের রাজমেস্ত্রী হিসাবে সহকর্মীদের সাথে ফয়সল কাজ করছিলেন। ওই সময় একটি রড সোজা করতে গিয়ে পাশ দিয়ে ভয়ে যাওয়া পলী বিদ্যুতের ১১ কেবি সঞ্চালনের লাইনের তারে গিয়ে রডটি পড়ে। এতে ফয়সল বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।