স্টাফ রিপোর্টার \ বানিয়াচঙ্গে ইদ্রিস আলী নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির কান কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার শিকার ইদ্রিস আলীর বাড়ি কুমড়ি গ্রামে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৯টার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সুলতান মিয়ার ছেলে জালাল মিয়ার সাথে ইদ্রিস আলীর পক্ষের লোকদের বাকবিতন্ডা হয়। পরে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে ইদ্রিস আলীর কান কেটে দেয় প্রতিপক্ষ। তাৎক্ষণিক লোকজন ইদ্রিস আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।