প্রেস বিজ্ঞপ্ত \ বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শেখ হিফজুর রহমানের সমর্থনে পুকড়া ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুকড়া ইউনিয়ন জমিয়তের সভাপতি শায়খ মাওঃ আইয়ূব বিন সিদ্দীক এর সভাপতিত্বে সভায় জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ হিফজুর রহমানকে জেলা, বানিয়াচঙ্গ উপজেলা জমিয়ত ও শায়খুল হাদীস আলামা তাফাজ্জুল হক বানিয়াচঙ্গের পুকড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। সভায় বক্তব্য রাখেন মাওঃ মাহমুদুল হক, মাওঃ যুব নেতা মাওঃ আলী আমজাদ কাসেমী,ক্বারী মামসুল হক, মোহাঃ হায়দার আলী, মাওঃ জুবায়ের আহমদ, মামুনুর রশীদ, ছাত্রনেতা আব্দুল আউয়াল, শাহজাহান, তাফাজ্জুল হক, খিজির আলী, ইজাজুর রহমান, সোহান প্রমুখ।
সভায় বক্তারা হিফজুর রহমানকে নির্বাচিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এবং আগামী ১৩ মার্চ আলীগঞ্জ বাজারে জমিয়তের আয়োজনে সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।