প্রেস বিজ্ঞপ্তি \ পৌর মহাশ্মশানঘাটে স্বস্তি ভান্ডার জুয়েলার্সের পক্ষ থেকে শব বহনকারী গাড়ী প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে স্বস্থি ভান্ডার জুয়েলার্স এর স্বত্বাধিকারী সদ্বীপ কুমার বণিক শব বহন করার জন্য একটি ভ্যান গাড়ী প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ ছিলেন এডঃ পূন্যব্রত চৌধুরী বিভু, এডঃ অহীন্দ্র দত্ত চৌধুরী, প্যানেল মেয়র বাবু দিলীপ কুমার দাস।
উপস্থিত ছিলেন, এডঃ সুধাংশু সুত্রধর, শংকর পাল, হীরেন্দ্র দত্ত, কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, অনুপ কুমার দেব মনা, পীযুষ চক্রবর্তী, এডঃ নিলাদ্রী শেখর টিটু, শংখ শুভ্র রায়, পার্থ প্রতিম দাস, সুধাংশু সূত্রধর, শিশির চন্দ্র বণিক, কাউন্সিলর গৌতম রায়, বিশ্বজিৎ বণিক, এডঃ তুষার মোদক প্রমুখ। পরে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথি পৌর মহাশ্মশান কমিটির নিকট উক্ত ভ্যান গাড়ীর চাবি হস্তান্তর করেন।