স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চেম্বারের বারান্দায় দাড়িয়ে প্রকাশ্যে ধূমপান করার সময় আহাদ মিয়া (৩০) নামের এক বিচার প্রার্থীকে আটক করা হয়েছে। সে পশ্চিম মাধবপুরের বাসিন্দা আঞ্জব আলীর পুত্র। গতকাল বুধবার দুপুরে ওই কোর্টের বিজ্ঞ বিচারক কৌশিক আহমেদ তালুকদারের এজলাসের বারান্দায় দাড়িয়ে প্রকাশ্যে ধূমপান শেষে ধূয়া বের করার সময় বিষয়টি বিচারকের নজরে আসে। তাৎক্ষনিক তিনি ওই ব্যক্তিকে আটক করতে কোর্ট পুলিশকে নির্দেশ দেন। পরে তাকে ৫০ টাকা জরিমানা করে মুক্তি দেয়া হয়।