প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত এমপি প্রার্থী শংকর পাল বলেছেন, বিগত দিন যারা লুটপাট করেছে, সামনে সুযোগ হয়েছে তাদের প্রতিহত করার। তিনি বলেন, অনেকেই রাজনীতি করেন সম্পদ বানানোর জন্য আর আমি রাজনীতি করি নিজের সম্পদ রক্ষার মাধ্যমে জনগণের ভাগ্যের উন্নয়নের। তাই আপনাদের কাছে আকুল আবেদন আপনারা ৫ জানুয়ারী নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিন। গত মঙ্গলবার বানিয়াচঙ্গ-উপজেলার খাগাপাশা ইউনিয়নের খাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় মাঠ ও চমকপুর বাজারের পৃথক জনসভায় প্রধান অতিথি’র বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বাধীনতার ৪২ বছর পার হয়ে গেলেও আজও খাগাপাশা ইউনিয়নবাসী অবহেলিত হয়ে রয়েছেন। এলাকার জনগণের চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করা হয়নি। পৃথক সভায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম চৌধুরী, রুলুম উল্লাহ। বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ বাবুল, ঝুরনিন্দ্র দাস, নুরুজ্জামন চৌধুরী সেতু, মতিন মিয়া, শংকর দাশ, তপু মিয়া, জলিল মিয়া, শাহজাহান মিয়া, এবাদুল, জুলহাস, সবুল এরশাদ, সমশের, জালাল, মঞ্জু বাবু, আবিদুর, বজলু মিয়া, আমুদুর রহমান, ইদ্রিছ মিয়া, সারাজ মিয়া, রুমান মিয়া, মরুক মিয়া, আব্দুস সাহান, কামরুল হাসান, আবুল কালাম, আব্দুর রহিম, একরাম হুসেন, ডাঃ রফিক, ডাঃ বকুল প্রমুখ। উভয় বক্তারা জাপা নেতা শংকর পালকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান।