প্রেস বিজ্ঞপ্তি \ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুরগ্রামে নিজ স্ত্রীকে দিয়ে ধর্ষনের নাটক সাজিয়ে আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নানসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমুলক অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাঘাসুরা ইউনিয়নের জনগন। এ উপলক্ষে গতকাল বিকেলে বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর মহাসড়ক মোড়ে মাদ্রাসা শিক্ষক এখলাছুর রহমান ও তার স্ত্রীর অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করে। বাঘাসুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদার এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আলআমিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান, ইউপি আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আমীর আলী জাদু, চান মিয়া মেম্বার, যুবলীগ সভাপতি শামসুল আলম মেম্বার, যুবলীগ নেতা কাওসার মেম্বার, সোহেল চৌধুরী, আব্বাস মিয়া, ইউপি যুবলীগ সাধারন সম্পাদক ফারুকুর রহমান, বিশিষ্ট মুরব্বি সৈয়দুজ্জামান, ধনাই মিয়া, রজব আলী, ইয়াসনি সর্দার, হাজী ইয়াছিন মিয়া, হাজী ওয়াহিদ মিয়া, মকবুল হোসেন, মোজাফফর মিয়া, হোসেন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক নেতা নজরুল ইসলাম, ইউপি ছাত্রলীগ সাধারন সম্পাদক আনু মোঃ সুমন, শ্রমিক লীগ নেতা শাহজাহান মোলা, তৈয়ব আলী প্রমূখ।
প্রতিবাদ সভায় এলাকাবাসীরা বলেন, মামলাবাজ এখলাছুর রহমান আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম জড়িয়ে তার স্ত্রীকে দিয়ে ধর্ষনের নাটক সাজিয়ে অহেতুকভাবে হয়রানী করছে। তারা বলেন, এখলাছ মিয়া প্রায় সময় এলাকায় মিথ্যা ঘটনা সাজিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানী করে। আর এসব অনৈতিক কার্যকলাপের কারনেই কারণে স¤প্রতি একলাছ মিয়াকে মাদ্রাসা থেকে চাকুরীচ্যুত করা হয়।