প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহŸায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার কালিয়ারভাঙ্গা ইউপি কমপ্লেক্সে এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহŸায়ক ফজলুল হক চৌধুরী সেলিম এবং সিনিয়র যুগ্ম আহŸায়ক শাহ গুল আহমদ কাজল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উলেখ করা হয়, বদরুজ্জামান চৌধুরী স্বাধীনকে আহŸায়ক, হোসাইন আহমেদ রফিককে সিনিয়র যুগ্ম আহŸায়ক এবং ইন্দ্রজিত সিংহ, ডালিম আহমেদ, ফারুক আহমেদ, মোতাহের হোসেন বাচ্চু, ও তফাজ্জল ইসলামকে যুগ্ম আহŸায়ক করে ইতোপূর্বে কালিয়ারভাঙ্গা ইউপি যুবলীগের কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটির নেতৃবৃন্দের মধ্যে সমন্বয়হীনতা এবং যথাসময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।