স্টাফ রিপোর্টার \ শহরের সুলতান মাহমুদপুরে পূর্ব বিরোধের জের ধরে ফুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তির চোখ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আহত সুত্রে জানা যায়, মৃত তরিক উলার পুত্র ফুল মিয়ার বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় তার প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ হয়। এতে সিদ্ধান্ত হয়, ফুল মিয়ার চলাচলের রাস্তায় যেন কোন প্রতিবন্ধকতা না করা হয়। নির্মাণকৃত বেড়াটি তুলে ফেলার নির্দেশ দেন সালিশ বিচারকরা। এরপরও ওই দুই ভাই বেড়া না তুলে ফুল মিয়াকে হুমকি ধামকি প্রদান করে। গত রবিবার দিবাগত রাতে তারা বৃদ্ধের উপর হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ওই বৃদ্ধের বাম চোখে আঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।