স্টাফ রিপোর্টার ॥ শহরের বাস ষ্ট্যান্ড এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক গাঁজা ব্যবসায়ী হচ্ছে, মাধবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আক্কল আলীর ছেলে কবির মিয়া (২৭)। গতকাল সকাল ১১ টার দিকে এক কেজি গাঁজা নিয়ে সে বাস ষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে হবিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।