স্টাফ রিপোর্টার \ শহরতলীর উত্তর বহুলা কেরামত জামে মসজিদের উন্নয়নে লন্ডন প্রবাসীদের দেয়া দেড় লাখ টাকা হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার জুম্মা নামাজের সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর রহমান, মসজিদ নির্মাণ কমিটির সেক্রেটারী সৈয়দ ইফতেকার উদ্দিন মুরশেদ ও কোষাধ্যক্ষ সৈয়দ আব্দুল ওয়াদুদের নিকট টাকা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, মসজিদের ইমাম মাওঃ সোহেল আরমান, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ রমিজ আলী, বিশিষ্ট মুরুব্বী হাজী দলাই মিয়া, মকবুল মরদার, শাহ দেলোয়ার, মনসুর শামীম, আনোয়ার আলী প্রমুখ।
উলেখ্য, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে এর সদস্য লন্ডন প্রবাসী অলিউর রহমান অলি ও শামীম চৌধুরী ইংল্যান্ডের বিভিন্ন ব্যবসায়ী ও সমাজ সেবকদের নিকট থেকে উত্তর বহুলা কেরামত জামে মসজিদের উন্নয়নে উলেখিত অর্থ সংগ্রহ করেন।