স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের আশ্রাবপুর গ্রামে মাজার দখল নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষের আশংকা দিয়েছে।
জানা যায়, ওই গ্রামের সৈয়দ দরবেশ শাহ (রঃ) এর উত্তারাধিকারী হিসেবে দীর্ঘদিন ধরে শাহ্ আব্দুল হান্নান মাজারের খাদেম হিসেবে নিয়োজিত আছেন। স¤প্রতি ওই মাজারের উপর নজর পড়ে স্থানীয় কথিপয় ব্যক্তির। এরা মাজারের মাজার দখল করতে চায়। এ ব্যাপারে আদালতে মামলা করলে আদালত ওই জায়গার উপর ১৪৪ ধারা জারী করেন। এর পরও এরা মাজার দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। আগামী ৯ মার্চ মাজারে ওরস অনুষ্ঠিত হবে। এ নিয়ে উভয় পক্ষ মারমুখি অবস্থানে রয়েছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করা হচ্ছে।