প্রেস বিজ্ঞপ্তি ॥ ইমামবাড়ী শ্রমিক নেতা নূরুল আমিনের কারামুক্তিতে সিএনজি শ্রমিক সংগঠনের সংবর্ধনা।
নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী সিএনজি আঞ্চলিক শাখার পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন সিএনজির প্রতিষ্ঠাতা হাজী অনু মিয়া। সাবেক সভাপতি মতিউর রহমান ছানু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, তপসিন্দু সরকার তপন, অনুদুল, মুজিবুর রহমান, সাজু, শাহীন মিয়া, রহমত আলী, আল-আমিন, হাসান আলী, সফিকুন নূর, শহীদুল ইসলাম খোকন, ইসমত, আতাউর রহমান, আলী নূর, ইকবাল, শাহনূর, লেবু মিয়া, সাইদুর রহমান, শিজিল, মাহমুদ আলী, শিপন, রিপন, শিপন (২), আজিজুল, মতিউর রহমান, ইজাজুর রহমান, টিপু, ফখরুল, হিফযুর রহমান, কামরুল, রনজিত, আঙ্গুর মমিন, লাল মিয়া, ছালেক, বাছিত, আজিম উদ্দিন, কলিল, মছদ্দর, আব্দুল হাই, তুহিন, আবু আলীদ, আহমদ হোসেন, রাসেল প্রমূখ।