মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার থেকে ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গত শনিবার ভোররাতে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল ধর্মঘর বাজারে অভিযান চালিয়ে কালিকাপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ বোল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া আদাঐর ইউনিয়নের সম্পদপু এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি জিরা ও ৯৬০পিছ সুইচ উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।