সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

হবিগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ সম্মেলনের ২য় দিন \ বাণিজ্য ভিত্তিক মানিলন্ডারিং ও ঝুকি ব্যবস্থাপনা বাস্তবায়নে কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা

  • আপডেট টাইম রবিবার, ৬ মার্চ, ২০১৬
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবল উপজেলার পুটিজুরীতে স্থাপতি দেশের সবচেয়ে বড় ও বিলাস বহুল প্যালেস রিসোর্টের প্রাকৃতিক মনোরম পরিবেশে মানি লন্ডারিং প্রতিরোধ সম্মেলনের দ্বিতীয় দিনটিও ছিল প্রাণবন্ত। বাংলাদেশের ৫৬টি বাণিজ্যিক ব্যাংকসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের অংশগ্রহণে সম্মেলনের দ্বিতীয় দিনে আলোচনা হয় বাণিজ্য ভিত্তিক মানি লন্ডারিং এবং ব্যাংকের করণীয় শীর্ষক সেশন। একই বিষয়ে কাস্টমের ভূমিকা, ঝুকি ব্যবস্থাপনা গাইডলাইন বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।
গতকাল শনিবার সকালে প্যালেস রিসোর্টের হলরুমে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের জিএম দেবপ্রদ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু হেনা মো. রেজা হাসান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ নৌশাদ আলী।
অনুষ্টান শেষে বাণিজ্য ভিত্তিক মানি লন্ডারিং এবং ব্যাংকের করণীয় শীর্ষক সেশন পরিচালনা করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ডেপুটি মানি লন্ডারিং কর্মকর্তা এম আশেক রহমান। মডারেটর ছিলেন, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টার মোহাম্মদ নৌশাদ আলী। একই বিষয়ে কাস্টমের ভূমিকা শীর্ষক সেশনটি পরিচালনা করেন কাস্টম্স এর ইন্টিলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন এর মহা-পরিচালক ড. মইনুল খান। বিকেলে ঝুকি ব্যবস্থাপনা গাইডলাইন বাস্তবায়ন শীর্ষক সেশন পরিচালনা করেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস। সর্বশেষ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের ফিডব্যাক নেন এ কে এম গোলাম মোহাম্মদ এবং ব্যাংকের ফিডব্যাক নেন আবদুর রউফ।
আজ রবিবার সকালে সম্মেলনের সমাপনী অনুষ্টানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান। ‘বাংলাদেশ থেকে অবৈধ তহবিল প্রবাহ বন্ধ: বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিংয়ে বিশেষ গুরুত্বারোপ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে তিনদিন ব্যাপি সম্মেলনে ১৫০ জন উর্ধ্বতন ব্যাংক কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। এটি ১২তম মানি লন্ডারিং প্রতিরোধ সম্মেলন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com