প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গে গৃহিনী ও কৃষানীদের ফলের বাগান বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল থেকে শুরু হয়েছে। অক্সফাম-এর সহায়তায় ও সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এবং আইডিইএএম প্রকল্পের আওতায় ফলের বাগান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সকাল ১০টায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি মিলনায়তনে কর্মশালাটি উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন জানান, এসওএফ এর মাধ্যমে এ মাসের দ্বিতীয় সপ্তাহে ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্স-এ ২৬দিন ব্যাপী বাশঁ ও বেতের প্রশিক্ষণ এবং আগামী ফেব্র“য়ারীতে ২৬দিনের সেলাই প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।