বানিয়াচং প্রতিনিধি ॥ ঘড়ির কাটা বারোটার আগেই আড়াই শতাধিক মা-দাদিকে বাড়ী থেকে ছাত্র ছাত্রীরা নিয়ে হাজির হয় মা সমাবেশে। বানিয়াচং বনমথুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের চায়া শোবিত গাছতলায় শতাধিক ব্রেঞ্চে বসানো হল মা-দাদীদেরকে। কিš’ সভাপতি, প্রধান অতিথি, শিক্ষক বক্তা কারো জন্য টেবিল চেয়ার, ব্যানার পেন্ডেল সামিয়ানা টাঙ্গানো ছাড়া সামাবেশের সামনে দাড়িয়ে মা-দের প্রতি সম্মান দেখিয়ে সভাপতিত্ব করেন এসএমসির সভাপতি মোঃ হামদু মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্ত”তা করেন বানিয়াচং সদর দক্ষিন-পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় অনান্যের মধ্যে বক্তৃতা করেন এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুুরী, সহকারী শিক্ষক মুকুল আখতার, অধীর সুত্রধর, রুনু আখতার, মোঃ ফারুক মিয়া, আবিদা বেগম, কুলসুমা বেগম, কদ্দুছ উল্লা প্রমুখ। স্কুলে ছাত্র-ছাত্রী দু’শত হলেও সমাবেশে মা-দাদির উপ¯ি’ত ছিল আড়াই শতাধিক। ০১ মার্চ মঙ্গলবার ব্যাতিক্রম ব্যা¯’াপনার এ মা-সমাবেশ এর আয়োজন করে ইউনিসেফ ও ইউনিয়ন পরিষদ।