স্টাফ রিপোর্টার ॥ এক মাদক ব্যবসায়ীকে ৫ মাসের কারাদন্ড এবং অপর এক মাদক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এই দন্ড দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলার নেয়াপাড়া গ্রামের আঃ জব্বারের পুত্র আঃ হাইকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তাকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার মনাই মিয়ার ছেলে রুবেলকে ইয়াবা সেবনকালে গ্রেফতার করার পর ৫ হাজার টাকা জরিমানা করে তাকে মুক্তি দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ আলম ও তানজিম।