স্টাফ রিপোর্টার ॥ দানশীল ব্যক্তিত্ব ও যুক্তরাজ্য ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুলের ব্যক্তিগত উদ্যোগে চীনের তৈরী হুইল চেয়ার বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জ পুলিশ অফিস প্রাঙ্গনে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের মাধ্যমে হত-দরিদ্র এতিম প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্ণধারদের হাতে এই চেয়ারগুলো তুলে দেয়া হয়। তার আগে জেলা পুলিশের ৩শ সদস্যের খাবার বহনের জন্য এসপি জয়দেব কুমার ভদ্রের হাতে ৩শ হট কেরিয়ার তুলে দেন যুক্তরাজ্য প্রবাসী এম এ মুমিন চৌধুরী বুলবুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমেরিকার নিউইর্য়ক প্রবাসী নুরুল ইসলাম চৌধুরী, সহকারি পুলিশ সুপার সদর সার্কেল মাসুদুর রহমান মনির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক নুরুল হুদা, সমাজসেবক জুনায়েদ আহমেদ, এশিয়ান টিভি’র প্রতিনিধি সুরুজ আলী প্রমুখ।
উল্লেখ্য, যুক্তরাজ্য ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নের্তৃবৃন্দ সমাজসেবার অংশ হিসেবে হত-দরিদ্র মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলোর মাঝে নানা আর্থিক অনুদান প্রদান করে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।